কানাডা ও আরব আমিরাতে প্রবেশ করতে না পেরে মুরাদ হাসান এবার দেশে ফিরেছেন।
রোববার বিকেল ৫টার দিকে তিনি দেশে ফিরেন বলে ইমিগ্রেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানবন্দরে গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, রোববার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একে-৫৮৬ ফ্লাইটে দেশে ফিরেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
তিনি সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাহবুব আলী যখন বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুরাদ হাসান কোভিড-১৯ সনদ নিয়েছিলেন কি না, তার ভিসার মেয়াদ রয়েছেন কি না এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন ওসি ইমিগ্রেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।’
গত বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। কিন্তু টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাইতে ফিরে আসতে হয়। আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ হাসান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়।
শেষে রোববার বিকেলে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের পর সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়।
এরপর গত সোমবার রাতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠান।