দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, বুধবার ১১টায় তার কার্যালয়ে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করবেন।
বরাবরের মতোই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।
এদিকে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের প্রধানমন্ত্রীর সিলেট সফরের তথ্য জানালেও সরকারপ্রধানের সিলেট সফরসূচি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
উল্লেখ্য, অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় প্রায় অর্ধ কোটির মতো মানুষ দুর্দশায় পড়েছে। সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। অনেক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।