স্পোর্টস ডেস্ক
ব্যাট হাতে দারুণ সময় পার করছিলেন ভারতীয় তরুণ ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান। তবে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি খেলতে না চাওয়ায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে এ দুই ক্রিকেটারের নাম বাতিল করে ভারতীয় ক্রিকেট বোর্ড, যা গেল কিছুদিন আগে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে বিসিসিআই।
তবে নিজের এমন খারাপ সময়ে স্বদেশী সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কারকে পাশে পেলেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এ দুই ক্রিকেটার। শুরুতে শ্রেয়াস আইয়ারকে গাভাস্কার বলেন, ‘শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে পারবে না। সেটা সে টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছে। তখন সে জানিয়েছে, ব্যাটিং করার সময় পিঠে ব্যথা অনুভব করে। তখন চিকিৎসকেরা শ্রেয়াস আইয়ারকে এনসিএ টেস্ট করে জানান, সে ম্যাচ খেলার মতো ফিট আছে।’
সেই সঙ্গে শ্রেয়াস আইয়ারের পক্ষ নিয়ে চিকিত্সকদের নিয়ে এই ভারতীয় সাবেক কিংবদন্তি আরও বলেন, ‘ব্যথা একটি স্বতন্ত্র জিনিস। কোনো চিকিত্সক সেটা উপলব্ধি করতে পারবে না।’ এছাড়া ইশান কিশানকে নিয়ে গাভাস্কার বলেন, ‘কেউ জানে না ইনাশ কিশান কেন রঞ্জি ট্রফিতে ঝাড়খন্ডের হয়ে আসেনি। কিশান দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় ব্যক্তিগত কারণে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’