ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদ মর্যাদার এক কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে ডিএমপির সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের ডিসি মো. তারেক বিন রশিদকে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ অফিস আদেশ কার্যকর করা হবে বলেও জানা হয় এই অফিস আদেশে।