মো. আকতার হোছাইন কুতুবী:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০০গ্রাম মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, রোববার (৬ মার্চ) ভোররাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
তৈমুর বলেন, রোববার ভোররাতে টেকনাফের মিঠা পানিরছড়া এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সাগর পাড় থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে শপিং ব্যাগ হাতে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকটির সঙ্গে থাকা শপিং ব্যাগটি জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা সন্দেহজনক লোকটি ধাওয়া দিলেও আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের ফেলে যাওয়া শপিং ব্যাগটি খুলে পাওয়া যায় ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। মাদকের আনুমানিক বাজা মূল্য ৪ কোটি টাকা।
মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।