ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলের বউ।
সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী অবেদ আলীর স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “অবেদের ছেলে মেহেদিও মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে ফাতেমা ও তার ছেলের বউ বিথী থাকতেন। বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা বারান্দার ইট ভেঙে ঘরে প্রবেশ করে দুই জনকে গলাকেটে মৃত ভেবে ফেলে রেখে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
“কিন্তু ফাতেমা মারা গেলেও বিথী বেঁচে ছিলেন। ভোরে গলাকাটা অবস্থায় পাশের বাড়িতে গেলে লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।”
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ফাতেমার লাশ উদ্ধার করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “বিথী আহত অবস্থায় একটি চিরকুট লেখেন। তার সুত্র ধরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হললেন-রাজমিস্ত্রী সাগর মণ্ডল ও সুশান্ত কুমার।
“তারা অবেদের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন। তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।”