নারায়ণগঞ্জ প্রতিনিধি
একটি ডাকাতির মামলায় আট বছর জেল খেটে জামিনে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন আব্দুল হক নামে এক ব্যক্তি। গতকাল শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ডাকাতি মামলায় আট বছর জেল খেটে সম্প্রতি জামিনে বের হন আব্দুল। বাড়ি আসার পর জানতে পারেন তার স্ত্রী জাহানারা পরকীয়ায় লিপ্ত। এ বিষয়ে স্ত্রীকে নানাভাবে সন্দেহ করতে থাকেন তিনি। বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল ঘরে থাকা কাপড় কাটার কেঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। শরীরে অন্তত সাতটি স্থানে তার আঘাত লাগে। পরে স্থানীয়রা জাহানারাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ‘আমরা আব্দুলকে আটক করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’