
শ্রীলেখা মিত্র
বিনোদন প্রতিবেদক
কদিন আগে জ্বরে আক্রান্ত ছিলেন কলকাতা বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এরই মধ্যে তার সঙ্গে ঘটল প্রতারণার ঘটনা। প্রতারক চক্রের ফোন কলে একটি অ্যাপ ডাউনলোড করতেই ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা উধাও হলে গেল শ্রীলেখার। প্রতারণার বিষয়টি থানা ও সাইবার সেলে জানিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লক্ষ টাকার জালিয়াতির চক্রে একটি অচেনা নম্বর থেকে শ্রীলেখার ফোন এসেছিল। সে ফোনটি তুলতেই ঘটে বিপত্তি। জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তারপর যে কী করে কী ঘটে গেল তা বুঝতে পারেননি শ্রীলেখা। পরক্ষণেই দেখেন তার একাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও।
শ্রীলেখা বলেন, নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ।
সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামী দিনে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে। ভাল প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।