জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে বাবার করা মামলায় ছেলে মো. হাবিব শেখকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী বাবা। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাবিব শেখকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মো. হাবিব শেখ (২৫) ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা গেছে, বৃদ্ধ বাবা-মাকে ভরণ-পোষণের খরচ দেন না ছেলে হাবিব, উল্টো তাদের আরও মারধর করেন। গত বুধবার মারধরের শিকার হয়ে ছেলের নামে মামলা করেন মো. তোফাজ্জল হোসেন। পরে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে হাবিব শেখকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী বাবা তোফাজ্জল হোসেন বলেন, আমার ছেলে আমার সমস্ত জায়গা জমি ও অর্থ সম্পদ নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের কোনো প্রকার ভরণ-পোষণ ও চিকিৎসার খরচ দেয় না। কিছু বলতে গেলে আমাদেরকে মারধর করতে আসে।
এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, বৃদ্ধ বাবা-মাকে মারধরের ঘটনায় বৃদ্ধ বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ হাবিব সেককে গ্রেপ্তার করে।