আমার কাগজ প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না, এ বিষয়ে বিকেলের মধ্যেই দলটির পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা জানান।
তিনি বলেন, আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা করব নাকি করব না, তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার।
মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের চেয়ারম্যান জিএম কাদের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। আমাদের আরও একটু আলোচনা করা দরকার। বিকেলে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।
তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক নানান বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তবে এখন আমরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি, সেজন্য কিছুটা সময় নিচ্ছি।