আন্তর্জাতিক ডেস্ক
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার টুইটারে জানান, উত্তর কাশ্মীর জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে জুমাগুন্ড এলাকায় বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথবাহিনীর এনকাউন্টারে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। তবে ওই এলাকায় এখনও তল্লাশি অব্যাহত রয়েছে। অভিযানের সময় যৌথ বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
কর্মকর্তারা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিয়ন্ত্রণ রেখা জুড়ে সন্ত্রাসীরা ১০ বার অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে।
ভারতের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পাকিস্তানই জম্মু ও কাশ্মীরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সন্ত্রাসীদের ভারতীয় সীমান্তে ঠেলে দিচ্ছে।