শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে মা নার্গিস বেগম (৪০)কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে জাহিদ মাঝি। ঘাতককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সেলিম মাঝির বাসায় এ ঘটনা ঘটে। নিহত নার্গিস বেগম ঘড়িষার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি ও স্ত্রী নার্গিস বেগমের তিন ছেলের মধ্য জাহিদ বড়। বুধবার বিকালে বিয়ের দাওয়াত খেয়ে জাহিদের বাবা ও মা বাড়িতে আসেন। পরে সেলিম মাঝি দোকানে চলে যান। সন্ধ্যায় তিনি বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখেন। পরে দরজা না খোলায় তা ভেঙ্গে দেখেন রক্তাক্ত অবস্থায় নার্গিস বেগম মেঝেতে পড়ে আছেন, পাশেই পড়ে ছিল তার হাতের দুটি আঙ্গুল। আর ছেলে জাহিদ বটি হাতে সেখানে দাঁড়িয়ে আছে। এসময় স্থানীয়রা জাহিদকে আটক করে বেঁধে রাখে। পরে ঘড়িষার বাজারে একটি বেসরকারী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্গিস বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নড়িয়া থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ঘাতক জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ঘাতক পুত্রকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’