স্পোর্টস ডেস্ক
ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ২০২০ সালে মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ের প্রস্তাব দেন। অবশ্য কিছুদিন পরেই তারা বিয়ে সেরে নেন। যদিও করোনা মহামারির কারণে সেসময় অনুষ্ঠান করতে পারেননি। বিয়ের মাস কয়েকের মধ্যে ছেলে অগস্ত্যের জন্ম হয়। তার পর ২০২৩ সালে স্ত্রী নাতাশার আবদারে ঘটা করে বিয়ের আয়োজন করেন এই অলরাউন্ডার।
প্রথমে দিল্লিতে খ্রিস্টান ধর্ম অনুসারে বিয়ে করেছিলেন এই দম্পতি। পরে উদয়পুরে হিন্দু মতে রাজকীয় বিয়ে হয়। তাদের বিয়েতে ছিল সব রীতি-রেওয়াজ। গায়েহলুদ, মেহদি, সিঁদুর দেওয়ার পাশাপাশি প্রথা মেনে জুতাও চুরি হল তারকা দম্পতির বিয়েতে। তবে এই জুতা উদ্ধার করতে গিয়ে পকেট থেকে মোটা অংক খোয়াতে হলো হার্দিকের।
সম্প্রতি এই তারকা দম্পতির ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে বিয়ের নানা মুহূর্তের কোলাজ দেখা যায়। সাধারণত কনের বোনেরা অথবা বান্ধবীরা জুতা চুরি করে থাকে। এ ক্ষেত্রে খানিকটা উল্টো। হার্দিকের জুতা চুরি করেন তার ভাবী পঙ্খুরি শর্মা। তিনি জুতো নিয়ে বিস্তর দরাদরি করেন হার্দিকের সঙ্গে। তার দাবি ছিল লাখ টাকা। যদিও হার্দিক বলেন পাঁচ লাখ দেবেন। বদলে তক্ষুনি দিতে হবে জুতো। এক লাখের জায়গা সোজা পাঁচ লাখ পেয়ে উচ্ছ্বসিত পঙ্খুরিও। গোটা ঘটনাটি বেশ উপভোগ করেন নাতাশা।
বিয়ের পর সকলকে ধন্যবাদ জানিয়ে হার্দিক-নাতাশা লেখেন, ‘ভালবাসার দ্বীপে আমরা প্রেমদিবস উদ্যাপন করছি। তিন বছর আগের নেওয়া শপথ আমরা নতুন করে ঝালিয়ে নিলাম এ ভাবেই। আমাদের ভালবাসার উদ্যাপনে পরিবার-পরিজনদের পাশে পেয়ে আমরা ধন্য।’