চট্টগ্রাম প্রতিনিধি
নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করেছে আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করে এই আদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
তার আইনজীবী দিলীপ কুমার নাথ সাংবাদিকদের জানান, বুধবার মিস কেস মামলা দায়ের করবো।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চিন্ময়সহ ১৯ জনের নামে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।
তবে ওই মামলার পর ফিরোজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
তার অব্যাহতির ব্যাপারে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী সাংবাদিকদের বলেছিলেন, দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে ফিরোজ খানকে অব্যাহতি দিয়েছে দল।
এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, চিন্ময়ের গ্রেপ্তারে ইসকন উদ্বিগ্ন। একই সঙ্গে তার মুক্তিতে ভারতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসকন।
ইসকন চিন্ময়ের বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। একই সঙ্গে জানিয়েছে, বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার দাবি ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।
একই সঙ্গে ইসকনের এক্স হ্যান্ডেলে এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘ইসকন বাংলাদেশের অন্যতম প্রধান নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে এমন খবরে আমরা উদ্বিঘ্ন।’
‘বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ইসকন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার আহ্বান জানাই’।
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহতকুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
‘আমরা চাই বাংলাদেশ সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিক। এই ভক্তদের রক্ষার জন্য ভগবান কৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা’।