জনপ্রশাসনে উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ এবং আরেকজনকে বদলি করেছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হায়াত-উদ-দৌলা খাঁনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. ফজলে রাব্বিকে অর্থ বিভাগের উপসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াদুদকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এবং বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের পরিচালক অশোক কুমার রায়কে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।