আমার কাগজ ডেস্ক
গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. সাইফুল্লাহিল আজম। তাকে অতিরিক্ত সচিব থেকে গ্রেড-১ কর্মকর্তার মর্যাদা দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর সাইফুল্লাহিল আজমকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান ছিলেন।
২০২৩ সালের ২৩ ডিসেম্বর এনটিআরসিএর চেয়ারম্যান হওয়ার আগে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।