
আমার কাগজ ডেস্ক
গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ২০০ সেনা মোতায়েন করবে। তবে কোনো মার্কিন সেনা আলাদা করে গাজার ভেতরে মোতায়েন করা হবে না বলে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে। এই বাহিনীতে মিসরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন।
মিসরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এই সেনা মোতায়েনের খবর এল। যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।
চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি দুই পক্ষ বন্দিবিনিময় করবে। দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এই খবরে গাজার বাসিন্দারা আনন্দ-উল্লাস করছেন। অন্যদিকে, যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসায় ইসরায়েলেও উদ্যাপন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে দুই ধাপে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স, এএফপি