কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মহাসড়কে গভীর রাতে অজ্ঞাত গাড়িচাপায় মো. পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম (৪৬)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনায় পড়েন তিনি।
এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশে উপ-পরিদর্শক ছিলেন। তার বাড়ি শেরপুর জেলায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, দিবাগত রাত ১টার দিকে দায়িত্বপালনকালে অজ্ঞাত গাড়িচাপায় এসআই জাহাঙ্গীরের মৃত্যু হয়। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সদা হাস্যোজ্জ্বল ছিলেন।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলে জানা ওসি।