
আমার কাগজ প্রতিবেদক
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিল।
তাকে এ নিয়োগ দিয়ে সোমবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।
শিক্ষা জীবনে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য ‘অধ্যাপক আয়েশা নোমান স্বর্ণপদক’ এ ভূষিত হন।