
বিনোদন ডেস্ক
বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজত্বটা ফিতার ক্যাসেটের যুগে শুরু হয়েছিল। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে তিনি পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন। তারপর কেটে গেছে লম্বা সময়। ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন অসংখ্য গান। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।
আসিফ আকবর গানের মানুষ হলেও এক সময় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তার ইচ্ছে ছিলে ক্রিকেটার হবার। ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন কৈশোরের উচ্ছল সময়টায়। সেই স্বপ্নপূরণ না হলেও ক্রিকেট নিয়েই তার জন্য আসলো এক সুখবর।
তফসিল অনুসারে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর সেই তালিকায় আছে আসিফ আকবরের নাম। কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন তিনি।
এদিকে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দেশ ও দেশের বাইরে ওপেন কনসার্টে অংশ নিতে পারেননি। তবে গেল বছরের ৫ আগস্টের পর থেকে গান নিয়ে তার ব্যস্ততা তুঙ্গে। নতুন গান প্রকাশের পাশাপাশি মাতাচ্ছেন স্টেজ। দেশ-বিদেশে শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।