
কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার। ছবি :
কিশোরগঞ্জ প্র্র্রতিনিধি
কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ মার্চ ) রাত ১২টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙ্গারি দোকানে অন্যান্য ভাঙ্গারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টার শেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া।
সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গারি দোকানটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি বালুভর্তি একটি বালতিতে রাখে।
কিশোরগঞ্জ মডেল থানাল ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটি তালাবদ্ধ করে রেখেছে। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মর্টার শেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে।
ধারণা করা হচ্ছে, অন্যান্য লোহালক্করের সঙ্গে কেউ এটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে। এরই মধ্যে সারাদিনের ওই ভাঙ্গারি দোকানে লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।