আমার কাগজ ডেস্ক
রাজধানী কিয়েভে দুই ডজনের বেশি রাশিয়ান ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্রিমিয়ার কাছে আটটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, এতে অন্তত একজন আহত হয়েছেন এবং শহরের এক পার্কে আগুন ধরেছে। কিয়েভ সিটির সামরিক প্রশাসন জানিয়েছে, পদিল জেলা, দারনিতস্কি, সলোমিয়ান্সকি, শেভচেঙ্কিভস্কি এবং সভিয়াতোশিন্সকিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে।
শেভচেঙ্কিভস্কি জেলায় ধ্বংসাবশেষ পড়ে এক অ্যাপার্টমেন্টে আগুন ধরেছে। তবে দ্রুত তা নেভানো হয়।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, তাৎক্ষণিকভাবে আহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেছেন, রাজধানীতে জোড়ায় জোড়ায় এবং বিভিন্ন দিক থেকে রুশ ড্রোন প্রবেশ করেছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী দুই ডজনের বেশি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অন্তত ১০ বিস্ফোরণ কিয়েভে শোনা গেছে। এ হামলা নিয়ে মুখ খুলেনি রাশিয়া। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি ইউক্রেনীয় ড্রোন ক্রিমিয়ার কাছে ধ্বংস করেছে।