মাদারীপুর থেকে নাজমুল কবীর
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে তিন বছর বয়সের তায়েবা নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের মানিক তালুকদারের মেয়ে তায়েবা
গতকাল ২৩ মে রাতে তার মৃত্যু হয়। এলাকা ও পরিবার সুত্রে জানাগেছে, শিশু তায়েবা পরিবারের সবার চোখের আড়ালে বাড়ির পাশের খালের পাড়ে খেলতে যায়এবং সে হঠাৎ করে পা পিচলে খালের পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে না পেয়ে পরিবার ও স্খনীয় লোকজন খোজাখুজি শুরু করে অবশেষে খালের পানি থেকে তার ভাসবান লাশ উদ্ধার করেন।