
বিনোদন ডেস্ক
সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ‘বাংলা’ ব্যান্ডের গায়িকা হিসেবে তার বেশ শ্রোতাপ্রিয়তা রয়েছে। তিনি লোক সঙ্গীত ব্যান্ড ‘বাংলা’র সাথে সঙ্গীত পরিবেশনা করছেন ১৯৯৮ সালে থেকে।
আনুশেহ জোনাস হেলবর্গের সাথে কাজ করেছেন। তার গাওয়া গান সুশিলা রমনের ‘মিউজিক ফর ক্রোকোডাইল’–এ অন্তর্ভুক্ত হয়। আনুশেহ্ ‘ইন্ডিয়ান ওশান’ ব্যান্ডের সাথে অভীক মুখোপাধ্যায়ের ‘ভূমি’ সিনেমার জন্য একটি গান রেকর্ড করেছেন। তন্ময় বোসের সাথে ‘বাউল এবং বেয়ন্ড’ নামে একটি গানের প্রকল্পেও কাজ করেন। কল্পনা দত্তের তত্ত্বাবধানে ক্লাসিক্যাল সঙ্গীত শিখেছেন।
আনুশেহ্ মাভেরিক চলচ্চিত্র-নির্মাতা Q’s এর সিনেমা ‘তাসের দেশ’ এর জন্য গান রেকর্ড করেন, যা অনেক প্রশংসিত হয়। গানের জন্য চলচ্চিত্রে কাজ করলেও এবার চলচ্চিত্রের নেপথ্যের প্রধান হিসেবে আবির্ভূত হচ্ছেন এই জনপ্রিয় গায়িকা। ‘তোমার ঘরে বসত করে ক’জনা’ খ্যাত গায়িকা আনুশেহ আনাদিল এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
কফিনের ডানা’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করবেন। এজন্য তিনি চলতি বছরে চলচ্চিত্রের জন্য ঘোষিত অনুদান পেতে যাচ্ছেন।
৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৪-২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি। এই তালিকায় আনুশেহ’র চলচ্চিত্র রয়েছে। তার প্রাপ্ত অনুদানের পরিমাণ ৭৫ লাখ টাকা।
আনুশেহ্ দুই সন্তানের জননী। ব্যক্তিগত জীবনে আনাদিল ‘বাংলা’ ব্যান্ড দলের সদস্য বুনোকে বিয়ে করেন। ২০০৯ সালে বিচ্ছেদের প্রায় ৭ বছর পর তিনি পুনরায় বিয়ে করেন গায়ক ও গিটার বাদক সেথ পান্ডুরাঙা ব্লুমবার্গকে। তিনি আমেরিকার মিশিগানের মিউজিশিয়ান এবং পাকাপাকি ভাবে বাংলাদেশেই বসবাস করেন।