আমার কাগজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। দূতাবাস থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই ঘটনা জানানো হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ জানতে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তবে ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় দূতাবাস।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস জানায়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই, ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার সন্ধ্যায় মারা গেছেন। আমরা সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি, যাতে দ্রুত মরদেহ ভারতে পাঠানো যায়।
বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের গোপনীয়তার জন্য মৃত ব্যক্তির বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ হচ্ছে না। এই দুঃসময়ে আমাদের ভাবনা ও প্রার্থনা ভুক্তভোগী পরিবারের সঙ্গে রয়েছে।