নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীরের মেয়াদ বেড়েছে এক বছর। তবে এবার তার অবসরোত্তর ছুটি বাতিল সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১০ জানুয়ারি জারিকৃত চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনটি বাতিলক্রমে এনআইডির বর্তমান ডিজি এ কে এম হুমায়ুন কবীরের অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২৪ জানুয়ারি ২০২২ থেকে অথবা যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদি নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক (এনআইডি) ‘গ্রেড-১’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এ ছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ কে এম হুমায়ুন কবীর সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা।
এর আগে, এ কে এম হুমায়ুন কবীরকে গত বছরের ৪ জানুয়ারি এক আদেশে এনআইডির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি এনআইডির ডিজির দায়িত্ব নেওয়ার আগে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।