নোয়াখালী থেকে ফজলুল হক
একাত্তর টিভি নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুর ১২ টায় সোনাইমুড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক অনুপ সিংহ, সহ-সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, প্রচার সম্পাদক মোহাম্মদ উল্যাহ, সদস্য গোলজার হানিফ, এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুব আলম, কলকাতা টিভির প্রতিনিধি মোঃ সেলিমসহ সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে সাংবাদিকরা অতিসত্বর সাংবাদিক মিজানুর রহমানকে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অনথায় আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।