আমার কাগজ প্রতিবেদক
রাস্তায় ঝামেলা কমাতে ট্রাফিক বিভাগের ব্যক্তিক্রমী উদ্যোগ ‘ভিডিও মামলা’। এ মামলার ক্ষেত্রে অবৈধ পার্কিং, উল্টো পথে চলা বা ট্রাফিক আইন ভঙ্গ করলে ডিএমপি ট্রাফিকের সব বিভাগেই সার্জেন্টরা যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করে ভিডিও করে রাখা হয়। এ জন্য বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ সদস্যরা সরবরাহ করা হয় আলাদা ক্যামেরা। ভিডিও চিত্র বা ছবি তোলার সময় এমনভাবে তা নেয়া হয়, যেন এটি দেখলে বোঝা যায় এটি কোন অপরাধ। তাৎক্ষণিকভাবে কিছু বলতে না পারলে জরিমানার চিঠি মালিকের ঠিকানায় পৌঁছে দেন ট্রাফিক পুলিশ। চিঠি পেয়ে কেউ চ্যালেঞ্জ করলে তাঁকে প্রমাণ দেখানো হয়। এই কাজের জন্য নির্দিষ্ট সার্জেন্টরা নিয়মিত পরিদর্শনের ওপর থাকেন।
জানা যায়, সম্প্রতি ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে ৮টি ট্রাফিক বিভাগে ভিডিও মামলা প্রবর্তন করার সিদ্ধান্ত নেয় ডিএমপি। রাজধানীর ট্রাফিক বিশৃঙ্খলার মধ্যে যত্রতত্র পার্কিং, উল্টো পথে বিভিন্ন যানবাহন আসা, ঘন্টার পর ঘন্টা সড়কের বাম লেন আটকে প্রতিবন্ধকতা তৈরি করাসহ বিভিন্ন অনিয়ম দেখা যায়। এখানে ব্যক্তি সচেতনতা খুবই অপরিহার্য। কোন ব্যক্তি যাতে অন্য কারো মসৃন পথচলায় বাধা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখাও জরুরী। কিন্তু হরহামেশাই ব্যত্যয় দেখা যায়। এ ব্যত্যয় দূর করার লক্ষ্যে এবং ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে মতিঝিল ট্রাফিক বিভাগ সাড়াশি অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৯ জুলাই) একদিনেই মতিঝিল ট্রাফিক বিভাগ কর্তৃক ১৩৭টি ভিডিও মামলার জন্য তথ্য সংরক্ষণ করেছে।
মতিঝিল ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম জানান, ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে ভিডিও মামলার ফলে সর্বস্তরের জনসাধারণ অধিকতর সজাগ ও সক্রিয় থাকবে এবং ট্রাফিক বিশৃঙ্খলা ঘটাতে নিরুৎসাহী হবে। তিনি বলেন, প্রত্যেক সার্জেন্টকে বিবেচকের ভ‚মিকায় অবতীর্ণ হয়ে যথাযথ ভিডিও মামলা দেয়ার জন্য নির্দেশনা দেয়া আছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ‘ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।’
Related Stories
February 4, 2025 2:55 PM
February 4, 2025 2:50 PM
February 4, 2025 2:44 PM