মাদারীপুর প্রতিনিধি
রাজধানী ঢাকায় বিএনপি নেতাকর্মীদের অত্যাচার, নিপাড়নের প্রতিবাদ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে জনসমাবেশ করেছে মাদারীপুর জেলা বিএনপি। গতকাল বিকাল ৪টায় জেলা শহরের পুরান বাজার রেন্ডিতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত জন সমাবেশে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব বাবু মিল্টন বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবিএম মাহামুদ আলম সরদার, জেলা কৃষক দলের আহবায়ক এড. অলিউর রহমান দর্জি, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি কামাল সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফুল ইসলাম দুলাল, মাদারীপুর পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বর, শিবচর উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন মৃধা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রুমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু।
সভায় বক্তারা, এদেশে নির্বাচন হবে। সেটা নির্দলীয় সরকারের অধীনে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তারা বলেন, ‘আমাদের এক দফা এক দাবি। সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
Related Stories
November 9, 2024 3:13 PM
November 9, 2024 3:09 PM
November 9, 2024 3:05 PM