আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১ টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজ যোগে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চিকিৎসকদের বরাত দিয়ে শায়রুল জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে আব্দুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য আজ থাইল্যান্ড পাঠানো হয়েছে। সেখানকার বুমরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা করার কথা রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে।
আব্দুল আউয়াল মিন্টুর রোগমুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।
৭৪ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের কর্ণধার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন। আবদুল আউয়াল মিন্টু সমাজসেবক ও দানবীর। তিনি দাগনভূঞা ফাউন্ডেশনের সভাপতি, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা, ইকবাল মেমোরিয়াল কলেজ, হাজী সফিউল্ল্যাহ স্কুল, বদরের নেসা স্কুল ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বেকারত্ব দূরীকরণের অন্যতম নায়ক।
Related Stories
February 4, 2025 5:10 PM