
আমার কাগজ ডেস্ক
দুই বছরের রক্তক্ষয়ী গাজা যুদ্ধ বন্ধে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সরকার। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি অনুমোদন দিয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে ইসরায়েলি জিম্মিরা। খবর জিও নিউজের।
চুক্তিটি গৃহীত হয় এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর গাজার শাসকগোষ্ঠী হামাস ও ইসরায়েল অবশেষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) একমত হয়। এটি দুই বছরের গাজা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়,’সরকার এখনই সব জিম্মি-জীবিত ও মৃতদের-মুক্তির কাঠামোগত পদ্ধতি অনুমোদন করেছে।’
চুক্তির মূল দিকগুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি কার্যকর। অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে জিম্মি বিনিময় শুরু হবে। যুদ্ধবিরতির ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দিদের একাংশ মুক্তি পাবে২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে অন্তত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত লক্ষাধিক। ইসরায়েলি পক্ষেও সহস্রাধিক হতাহতের খবর রয়েছে।
গত দুই বছরে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, বিস্ফোরণে বিধ্বস্ত হাসপাতাল, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়া লাখো শরণার্থী এবং ভয়াবহ মানবিক সংকটে জর্জরিত প্রায় ২০ লাখ মানুষ।