চার ম্যাচের সবকটিতেই জয় পাওয়া দল দুটি শেষ আটে মুখোমুখি হবে আগামী শুক্রবার, বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির মিউনিখে। নিজেদের রেকর্ড টানা ৩১ ম্যাচ অপরাজিত ইতালি। সবশেষ তারা হেরেছিল ২০১৮ সালের সেপ্টেম্বরে পর্তুগালের বিপক্ষে। তবে কেউ কেউ এই অজেয় যাত্রাকে খুব একটা বড় করে দেখছেন না। এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সুইজারল্যান্ড, তুরস্ক, ওয়েলস ও অস্ট্রিয়াকে হারিয়েছে রবের্তো মানচিনির দল।