দেড় বছরের ব্যবধানে আবারো করোনায় আক্রান্ত হলেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে শারীরিকভাবে তিনি ভালো আছেন।
রুমিন ফারহানার করোনা পজিটিভ আসার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানিয়েছেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন।
এর আগে ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। সুস্থ হওয়ার পর তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমাও দিয়েছিলেন।
ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় নিয়োজিত।
২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০নং নারী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন রুমিন ফারহানা। তিনি বিভিন্ন টক শো’তে দলের পক্ষে জোরালো অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচিত হন।