আমার কাগজ প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতন আন্দোলন এবং তার পরবর্তী সহিংসতার ঘটনায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ রোববার পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
পুলিশ সদরদপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাতজন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিনজন।
সদরদপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।
নিহত হলেন পুলিশ পরিদর্শক মো. রাশেদুল ইসলাম, এসআই সুজন চন্দ্র দে, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই সঞ্চয় কুমার দাস, এএসআই ফিরোজ হোসেন, নায়েক মো. গিয়াস উদ্দিন, কনস্টবল মো. আব্দুল মজিদ, মো. রেজাউল করিম, মো. মাহফুজুর রহমান, মো. শাহিদুল আলম, মো. আবু হাসনাত রনি, মীর মোনতাজ আলী, সুমন কুমার ঘরামী, মোহাম্মদ আব্দুল মালেক, এএসআই সোহেল রানা, রাজু আহম্মেদ, এসআই রেজাউল করিম, কনস্টবল মাইনুদ্দিন লিটন, এসআই মো. মামুনুর রশীদ সরকার, এসআই মো. বাছির উদ্দিন, কনস্টবল মোহাম্মদ ইব্রাহীম, পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, এসআই মো. রইস উদ্দিন খাঁন, এসআই মো. তহছেনুজ্জামান, এসআই প্রণবেশ কুমার বিশ্বাস, এসআই মো. নাজমুল হোসাইন, এসআই আনিসুর রহমান মোল্ল্যা, এএসআই মো. ওবায়দুর রহমান, কনস্টবল মো. আব্দুস সালেক, কনস্টবল মো. হাফিজুর রহমান, মো. রবিউল আলম শাহ, মো. হুমায়ুন কবির, মো. আরিফুল আযম, মো. রিয়াজুল ইসলাম, মো. শাহিন উদ্দিন, মো. হানিফ আলী, এসআই সন্তোষ চৌধুরী, এএসআই মো. রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. মাসুদ পারভেজ ভুঁইয়া, এএসআই মো. মোক্তাদির, কনস্টবল মো. এরশাদ আলী, এটিএসআই আলী হোসেন চৌধুরী, কনস্টবল মো. সুজন মিয়া ও মো. খলিলুর রহমান।
Related Stories
February 5, 2025 12:08 AM
February 4, 2025 5:10 PM