চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের এমকে ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের ভুয়া ডাক্তার তামিম হোসেনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। মালয়েশিয়ায় অবস্থানরত এক চিকিৎসকের পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিলেন।
শুক্রবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এবং হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
জানা যায়, আটককৃত ব্যক্তির নাম জাফরুল হাসান। তার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর গ্রামে। তিনি ডা. মোহাম্মদ তামিম নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে চুনারুঘাটে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি যে আইডি ব্যবহার করেছেন সেই আইডিতে তামিম হোসেন নামে একজন ডাক্তার আছেন। যিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন।
তিনি তার পরিচয় ব্যবহার করে প্রায় দুই বছর ধরে এমবিবিএস হিসেবে চিকিৎসা দিয়ে আসছেন। এমকে ক্লিনিকে তিনি ছয় মাস ধরে চিকিৎসা দিচ্ছিলেন। এর আগে তিনি ভোলা জেলায় ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা দিয়েছেন।
জাফরুল জানান, তিনি ডিপ্লোমা পাস করে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।